আপলোড : ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২০
বাগেরহাটের সুন্দরবনে দুটি নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিণের মাংস, আটটি পা এবং হরিণের দুটি মাথা উদ্ধার করেছে বন বিভাগ।
রোববার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের মোংলা উপজেলাধীন চাড়াখারী খাল থেকে এগুলো উদ্ধার করা হয়। খবর : ইউএনবি
তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় হরিণ শিকারি চক্রের সদস্যদের ধরা সম্ভব হয়নি।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বন বিভাগের সদস্যরা সুন্দরবনে টহল দেয়ার সময় বনের মধ্যে চাড়াখালী খালে দুটি নৌকা দেখতে পেয়ে ধাওয়া করে। তারা নৌকার কাছে পৌঁছালে ছয়জনের চিহিৃত একটি শিকারি চক্র নৌকা ফেলে দৌড়ে বনের মধ্যে পালিয়ে যায়। পরে ওই নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিণের মাংস, আটটি পা এবং হরিণের দুটি মাথা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শিকারি চক্র চোরাই পথে সুন্দরবনে প্রবেশ করে দুইটি হরিণ শিকার করে। পরে তারা হরিণ দুটিকে জবাই করে মাংস নিয়ে লোকালয়ে ফিরছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গত দুই মাসে কয়েক দফা অভিযান চালিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ৬৫ কেজি হরিণের মাংস এবং দুইজন শিকারিকে আটক করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে শিকারিদের ফাঁদ থেকে ২২টি হরিণ জীবিত অবস্থায় উদ্ধার করে বন বিভাগ।